শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর “গঠনতন্ত্র”
Home / শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর “গঠনতন্ত্র”
Home / শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর “গঠনতন্ত্র”
শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর “গঠনতন্ত্র”
এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য:
#ধারা০১_প্রতিষ্ঠাঃ
শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন ২০২০ সালের ১৭ এপ্রিল, বাংলাদেশের ১৪২/২ মহেশ্রবপাশা উত্তর বনিকপাড়া ,কুয়েট, দৌলতপুর থানা, খুলনা জেলায় প্রতিষ্ঠিত হয়। এটি একটি অনলাইন এবং অফ লাইন সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে নিম্নলিখিত গঠনতন্ত্রের নিয়মাবলী প্রণয়ন করেছেন। সংগঠনের সু-কার্যক্রমের লক্ষ্যে এই নীতি অনুসরণ বাধ্যতামূলক।
#ধারা০২_সংগঠনের_নামকরনঃ
বাংলায় “ শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন " ও ইংরেজীতে “Eudcation Development Fundation" এবং সংক্ষেপে ইউ.এফ (EDF) নামে অভিহিত হবে।
সংগঠনের স্লোগান হবে-
“ যতো পড়াশুনা ততো আয়, নিজে সাবলম্বি হয়ে পরিবারের চাপ কামাই "।
#ধারা০৩_মনোগ্রামঃ
শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর নিজস্ব মনোগ্রাম থাকবে।
#ধারা০৪_লক্ষ্যঃ
শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন পার্বত্য বাংলাদেশের কোমলমতি ছাত্রছাত্রীদের অনলাইনের মাধ্যমে সকল শ্রেনীর পাঠ্য বই এর সমাধান , গাইড লাইন , প্রতিটি পাঠ্য বই এর লাইভ ক্লাস , পড়াশুনার মাধ্যমে আয়ের সুযোগ, আর্থ-সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন সাধনের জন্য স্থায়ীত্বশীল উন্নয়নের মাধ্যমে, আত্ননির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠন করা। বিশেষ করে পিছিয়ে পরা দরিদ্র ছাত্রছাত্রীদের পড়াশুনার মাধ্যমে আয় করা, মোবাইলের ক্ষতিকর সাইট হতে সরে আসা , পড়াশুনার মাধ্যমে আয় করে পড়াশুনার খরচ বহন করে পরিবারের চাপ কমানো, সমাজের অনগ্রসর নারী-পুরুষের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তনে সমন্বিত প্রচেষ্টায় উন্নয়ন কর্মসূচি বা প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন কাঠামো সংগঠনের উদ্দেশ্যের আলোকে নির্ধারণ করা হবে। ইহা সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক উন্নয়নমুলক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী এব অলাভজনক সামাজিক সংগঠন। এই সংগঠন প্রতিবন্ধী, কৃষক, দিনমজুর, প্রবাসী, স্কুল/কলেজের ছাত্র, তথা সর্ব শ্রেণীর লোক নিয়ে গঠিত হবে এবং সর্ব শ্রেণীর উন্নয়নের জন্য কার্যক্রম পরিচালনা করবে।
#ধারা০৫_সংস্থার_ধরণঃ
(১) শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন সম্পূর্ণ স্বাধীন, সামাজিক, সেচ্ছাসেবী, সাংস্কৃতিক ও সাম্প্রদায়িক মনোভাবসম্পন্ন সংগঠন। এই সংগঠন অন্য কোন সংগঠনের অঙ্গ-সংগঠন হিসেবে কাজ করবে না বরং ভবিষ্যতে বাংলাদেশের সকল জেলায় আমাদের শাখা সংগঠন করা হবে এবং এর নেতৃত্বে পরিচালনা করা হবে।
(২) শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের কোন সদস্য যদি সংগঠনের বিভিন্ন কর্মকান্ডকে রাজনীতির সাথে সম্পৃক্ত করেন বা করার চেষ্টা করেন তবে তাকে কার্যনির্বাহী পরিষদ বহিষ্কারের ক্ষমতা রাখে।
#ধারা০৬_সংগঠনের_কার্যালয়ঃ
শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর কার্যালয় বর্তমানে অস্থায়ী, ভবিষ্যতে খুলনা জেলার যেকোনো জায়গায় স্থায়ী ভিত্তিতে স্থাপিত হবে। সংগঠনের আর্থিক সঙ্গতি বৃদ্ধি সাপেক্ষে ইউনিয়ন, উপজেলা সদর বা যে কোন সুবিধাজনক স্থানে নিজস্ব অথবা ভাড়া করা ভবনে সংগঠনের কার্যালয় স্থাপন করা হবে।
#ধারা০৭_সদস্য_হবার_শর্তাবলীঃ
(১) শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর সদস্য হবার নূন্যতম বয়স ১৫ বছর।
(২) শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত আবেদন ফরমের মাধ্যমে সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর আবেদন করতে হবে।
(৩) আবেদন পত্র গৃহীত হওয়ার পর অর্থ সম্পাদকের নিকট ভর্তি ফিঃ ১০০/- (একশত) টাকা এবং মাসিক ফিঃ ৫০/- (পঞ্চাশ) টাকা চাঁদা পরিশোধ করে সংগঠনের সদস্যভুক্ত হতে হবে।
(৪) ভদ্র, রুচিশীল, উদ্যোমী, সদাচারী ও মননশীল হতে হবে।
(৫) প্রত্যেক সদস্যকে প্রতি মাসে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাসিক চাঁদা দিতে হবে।
(৬) যারা স্বেচ্ছাব্রতী মনোভাবাপন্ন এবং নিজেদের তথা দেশের ও এলাকার উন্নয়নে কাজ করার লক্ষ্যে সমাজ উন্নয়নমূলক বিভিন্ন সৃজনশীল কাজে সম্পৃক্ত কিংবা সম্পৃক্ত হতে ইচ্ছুক এবং নৈতিকতা বিরোধী কোনো কার্যক্রমে লিপ্ত নয় তারাই সদস্য হতে পারবে।
(৭) যারা নিজেদের মেধার সর্বোচ্চ বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি ক্ষুধামুক্ত ও আত্মনির্ভরশীল বাংলাদেশ ও এলাকা গঠনে বিশেষ ভূমিকা রাখতে আগ্রহী।
(৮) কোন সেচ্ছাসেবক আইন বিরোধী কাজে লিপ্ত থাকলে, তার দায়ভার শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন বা অন্য কোন সেচ্ছাসেবক গ্রহন করবে না।
(৯) নির্বাহী পরিষদ যে সিদ্ধান্ত গ্রহন করবে তা সকল সদস্যকে অবশ্যই মানতে হবে। তবে ঐ সিদ্ধান্তের বিরুদ্ধে যদি কোন সেচ্ছাসেবকের কোন অভিমত থাকে, তাহলে সে তার অভিমত প্রকাশ করতে পারবে। যৌক্তিক হলে তা অবশ্যই ভেবে দেখা হবে।
(১০) যে কোন মিটিং বা ইভেন্ট এ অবশ্যই উপস্থিত হতে হবে।
#ধারা০৮_সদস্য_পদ_বাতিলের_ও_স্থগিতের_নিয়মাবলীঃ
(১) শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর কোন সদস্য যদি মানসিক ভারসাম্য হারান।
(২) শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর কোন সদস্য যদি একটানা তিন মাসের মাসিক ফি প্রদান না করেন।
(৩) শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর কোন সদস্য সমাজ ও রাষ্ট্র বিরোধী কার্যকলাপে লিপ্ত হলে।
(৪) শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর গঠনতন্ত্র ও নিজ স্বার্থের পরিপন্থী কোন কাজ করেন বা তার স্বভাব আচার-আচরণ সংগঠনের অ-পরিপন্থী হয়।
(৫) শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর দায়িত্ব ও কর্তব্য যদি যথারীতি পালন না করেন বা সংগঠনের কাজে নিষ্ক্রিয় ও অকর্মণ্য হয়ে পরেন।
(৬) শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর প্রাসঙ্গিক কারণে কোন সদস্যকে বহিষ্কার করার এখতিয়ার সংগঠনের প্রধান ব্যক্তিগণ সংরক্ষণ করেন।
(৭) শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর কোন সদস্য সংস্থার সংবিধান পরিপন্থী কোন কাজ করলে কার্যকরী পরিষদের সভায় দুই তৃতীয়াংশ ভোটে তার সদস্যপদ বাতিল করা হবে।
(৮) শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর যে কোন সদস্য পদত্যাগ করিতে চাইলে তিনি সংশ্লিষ্ট কমিটির সভাপতি/সাধারন সম্পাদক এর নিকট পদত্যাগ পত্র পেশ করিবেন। কার্যকরী কমিটির সভায় উহা গৃহিত হইলে উক্ত সদস্যের সদস্য পদ বাতিল হইবে অথবা প্রত্যাহারের অনুরোধ জানানো যাইবে।
#ধারা০৯_সংস্থার_তহবিল_সংক্রান্ত_বিষয়াবলীঃ
(১) শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর সদস্যদের প্রাথমিক সদস্য ফি এবং মাসিক চাঁদা সংস্থার তহবিলের প্রধান উৎস হিসেবে গণ্য হবে। তবে শুভাকাংখীদের নিঃস্বার্থ এককালীন দান, অনুদান বা সাহায্যও তহবিলের উৎস হিসেবে বিবেচিত হবে।
(২) শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন তহবিল হতে অন্য যেকোনো শুভ উপায়ে অর্জিত অর্থ সংগঠনের তহবিলে যোগ হবে।
(৩) যথাযোগ্য রশিদ ছাড়া এবং কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত ব্যতিত অত্র সংগঠনের নামে কোন চাঁদা, অনুদান বা সাহায্যও গ্রহন করা যাবে না।
(৪) শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর সদস্যদের কল্যাণ ফি, প্রবাসী, উপদেষ্টা পরিষদের অনুদান, বিশিষ্ঠ ব্যক্তিবর্গ, দাতা সদস্যদের ও সংগঠনের অনুদানই হবে এই সংস্থার আয়ের আরও একটি উৎস।
(৫) শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন নির্বাহী পরিষদ সদস্যদের মাসিক ফি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করবে।
#ধারা১০_দাতা_ও_আজীবন_সদস্যঃ
(১) শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর সার্বিক কল্যাণ ও ব্যাপক উন্নয়নের লক্ষ্যে যে সব বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানের তহবিলে এককালীন ১,০০০/- (এক হাজার) টাকা বা তদূর্ধ্ব সমপরিমাণ মূল্যের সম্পদ অথবা পণ্য এক কালীন, মাসিক বা বাৎসরিক ভিত্তিতে প্রদান করবে তাদেরকে দাতা সদস্য হিসাবে মনোনীত করা হবে।
(২) শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর সার্বিক কল্যাণ ও ব্যাপক উন্নয়নের লক্ষ্যে যে সব বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানের তহবিলে এককালীন ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা বা তদূর্ধ্ব সমপরিমাণ মূল্যের সম্পদ অথবা পণ্য এক কালীন, মাসিক বা বাৎসরিক ভিত্তিতে প্রদান করবে তাদেরকে আজিবন সদস্য হিসাবে মনোনীত করা হবে।